একদিন আমি নিরুদ্দেশ হবো যে পথ আর পিরবে না ভবে।
ঘন কুয়াশায় আর সূর্যের রাঙ্গা আলোয় দেখবেনা কেউ মোরে।
ধূসর আকাশের নিচে কত নির্জনতায় কেউ নিবে না মোর খবর।
কতগুলো প্রান হয়তো কাঁদিবে বুক ভাঙ্গা ব্যাথায় হয়তো কিছুক্ষণ।
তারপর সবাই ছুটিবে নির্ভীঘ্নে আমায় খুঁজিবে না পৃথিবীর বুকে আর।
পৃথিবীতে আমার সূর্য অস্তে যাবে ঘুমিয়ে চির নিদ্রায়।
ভোরের সুপ্রভাত হবে না দেখা বিদায় পৃথিবী চির বিদায়।
ভালো থেকো পৃথিবীর সব মানব আমার ব্যাথায় কেউ কেঁদো না আর।
কি নিষ্ঠুর এই পৃথিবীর মায়াজাল।