আমি ছুটে চলি দেশ দেশান্তরে
ছুটে চলি নির্ভীক স্বার্থপর সকল শহর।
এই শহরে মোর সবই আছে,
নেই হৃৎস্পন্দন মিশে থাকা মা।


সকালের সূর্যোদয় দুপুরে দ্বিপ্রহর
বিকেলে সূর্যাস্তে কেউ বলে না মরে।
সারাবেলা কোথায় ছিলে বাবা
তোর জন্য এখনো খাবার টা পড়ে আছে টেবিলে।


আজ মোর চাহি দার নেই কোন দাম
কেউ এসে বলে না মোরে কি খাবে বাবা।


রোজ দুপুরে সেই একটাই খাবার
আজ আমি তাই খেতে অভ্যস্ত হে মা।


সন্ধ্যা পেরিয়ে অনন্ত নিশিতে তুমি
আমার জন্য জেগে ছিলে কত রাত।
আজ বারং বার বাহির হইতে এসে দেখি,
অপেক্ষার দেওয়ালে নেই কারো হাত।


মাগো আমি আর পারছিনা
ভুলে থাকতে তোমার স্মৃতি ঘেরা মুখ।
আজ আমি সব কিছু পেয়েও যেন,
পৃথিবীর সর্ব হারা বঞ্চিত একটি মুখ।