বাঙালির রীতিনীতি
নাচ-গান-বাঁশিতে
এলো এলো বৈশাখ
বাঙালির ঘরেতে।


বৈশাখের উৎসবে
খুশিতে নাচে মন
পুরোনো সব মুছে আসে
নতুনের আগমন।


ভোর হলেই মাথাটা
থাকেনা আর বালিশে
সকালটা শুরু হয়
পান্তা-ভাত ইলিশে।


গাছে গাছে ধরে ফল
বাহারি রঙেতে
আম পড়ে টপাটপ
বৈশাখী ঝড়েতে।


উৎসবের আমেজ আর
বৈশাখী সাজেতে
ছোট-বড় ভেদাভেদ
থাকেনা এই খুশিতে।