ম বর্ণে -------(দেখো)------


মায়ের মায়া মমতার মাত্রিমহল
মধ্যস্থানে মিলবে মহামানবের মন,
(যতো)
মিথ্যা মুছিবে মনোরম মহীতলে
মিশে মলিন মহাতমসায় মার্তন্ডন।।


ম বর্ণে-----(বলি)------


(হে)-মুনিব মস্ত মহৎ মোরে
(দাও)-মহীতের মালিন্য মলিন,
(আমি)-মোহগ্রস্ত মেহেনতের মাঝে
(চাহি)-মনোহর মনন মাত্রা মিশালীন।।


ম বর্ণে------(করেছো)---


(যতো)-মর্ত মাঝে মানব মহা
(ঐ)-মজলিশে মৌল মহীরুহ মিলন,
(তার মাঝে শ্রেষ্ঠ)--
মুহাম্মদ মহতী মহীতে মহাধাতু
মুনিবের মৌল মনো মিশন।।


ম বর্ণে-----(করেছো)--


(ঐ)-মুর্ছিত মেদেনীতে মর্তন্ড মিশায়ে
মহান মাতায়েছো মহা মালিক,,
(আবার)-মৃগাঙ্ক মনোরমা মহারাতে
মিত্রতা মিশে মঙ্গল মানিক।।


ম বর্ণে---(শুনো)----


মু'মিন মোরা মায়া মাখাই
(যতো)-মমো মুনিবের মহাস্থান মর্মে,
মুসলিম মোরা মহা মাত্রা
মোচনে মর্তে মালিকের মহাকর্মে।।


ম বর্ণে-----(তখন)-----


মহাদিবসে মস্থকে মুকুট মাড়িবে
(ঐ)-মহৎ মার্জনে মালাকুন মেতে,
(দেখবে)-
মেলায় মাতাবে মহাপতির মায়া
মুখ্য মোতির মতো মিনারে।।