বন্ধু তুমি কি জানতে চাও তোমার মানে কি ?
বন্ধু মানে অকপটে সকল স্বীকারোক্তি।
বন্ধু মানে শত আড্ডা শত কোলাহল ,
বন্ধু মানে সময় ভুলে আজকে সাথে চল।


স্কুলের শেষে খেলার  মাঠে বন্ধু তুমি আমি ,
দাবা লুডু চাল চুলো সবই আমি জানি।
বয়স ভারে , কর্ম যোগে সিক্ত পাষান হৃদয়
শত দূরে হাজার ভিড়ে তোকেই যে মন শুধাই।


বন্ধু মানে মনের ভেলা আকাশ মাঝে ভাসে ,
বন্ধু মানে খুঁজে পাওয়া সাত রাজার দেশে।
বন্ধু হলো ভয়ের মাঝে একটু খানি সাহস
অভিমানে চায় সে শুধু একটু খানি পরশ।


মুঠো ফোনের হাতছানিতে
হাজার বন্ধু  তর্জনী তে ,
ইমোজি আর স্টিকার এর ঝলকানি তে
বন্ধু  তুমি সবার।


প্রিয় বন্ধু তুমি কোথায় লুকিয়ে পড়লে বলো ,
রাগ অভিমান ভুলে তুমি একটু সাথে চলো।
হাজার বন্ধু খুঁজতে গিয়ে বন্ধু আমি একা ,
থাকবে তুমি ছায়া হয়ে আমি বড়োই বোকা।


হাজার বিপদ পাশে  ঠেলে
স্বার্থসিদ্ধির হিসেবে ভুলে
করবো যে জয় দুজন মিলে
দেখবে সবাই আবার।


সত্যি কি বন্ধুর অর্থ আছে ?
শব্দ দিয়ে যায় কি চেনা ?
এটা শুধু সম্পর্ক নয়
অর্থ দিয়ে যাই না কেনা।