এমন যদি হতো ঐ ফুলগুলোরই মতো
ইচ্ছে করলে ফুটতে পারতাম,
যখন ইচ্ছে ঝরতে পারতাম,
ফুল হলে তাই মজাই কত হতো।


এমন যদি হতো ঐ প্রজাপতিটার মতো
যখন ইচ্ছে পাখা মেলতাম,
রঙিন পাখায় উড়তে পারতাম ,
নানান ফুলের সুবাস নিতাম কত।


এমন যদি হতো ঐ নদীগুলোরই মতো
যখন ইচ্ছে ভাসতে পারতাম ,
ঢেউয়ের সাথে দুলতে পারতাম,
দেশ-বিদেশে ঘুরতে পারতাম আমি কত।


এমন যদি হতো ঐ পাখিটার মতো
ইচ্ছে হলে গাইতে পারতাম,
আকাশসীমায় হারিয়ে যেতাম,
গাছে গাছে বাধতাম বাসা কত।


এমন যদি হতো ঐ আতঙ্কটার মতো
ইচ্ছে  হলে ভয় দেখতাম,
অন্যায় দেখলে রুখে দাঁড়াতাম ,
পাপীরা সব আমায় দেখে হতোই কত ভীত।


এমন যদি হতো!!!!