যায় চলে যায় যাক না, পাখি টা উড়ে যাক না।
যদি সে সুখ পায়, নতুন কোনো ঠিকানায়।
এ হৃদয় ভেঙে সে, মেলে দিক পাখনা।
যায় চলে যায় যাক না, পাখি টা উড়ে যাক না।


তাকে হারানোর পরে, নিঃস্ব এ জীবনে
ছাড় খাঁর জলে পুড়ে, ভাসি যতই আঁখি জলে।
যন্ত্রনা যতই তীব্র হোক। হোক না।
এ হৃদয় ভেঙে সে মেলে দিক পাখনা।
যায় যদি যায় যাক না, পাখি টা উড়ে যাক না।

না থাকিতে চায় যদি সে, সাধ্য কি আছে তারে ধরে রাখিতে ?
এত কাদার পরেও যদি সে,  না শুনে মোর কান্না।
যাক না উড়ে যাক না, পাখি টা আমার উড়ে যাক না।


এ হৃদয় ভেঙে সে, নতুন করে মেলে দিক পাখনা।
যায় চলে যায় যাক না। নেই কোনো অনুরোধ।
যতই ভাঙুক বুকের পাঁজর , বলবো না সে থাকনা ।


যায় চলে যায় যাক না।