কত সুখ পাওয়া হয়ে গেলো ,
তোমাকে ভুলে গেছি কত বার.

তব বিস্মৃতি থেকে তোমার গান,
যেন ভেসে আসে বার বার।


তুমি আজ চলতে শিখে গেছ,
আমাকে নেই কিছু প্রয়োজন।


তবুও ভীষণ অপ্রয়োজনে
আমাকে খুঁজবে তোমার মন।


তুমি হয়তো ভালোই আছো ,
আমি ও মন্দ নেই।


তবু অসময়ে এসে স্মৃতিগুলো বুকে,
আঁকি বুকি কাটবেই।


তুমি কতদূরে চলে গেলে ,
তোমায় হারিয়ে ফেলেছি আমি,


এই দুঃখটা হয়ে থাক
এই দুঃখটা বড় দামী।


আমি ভাবিনি কখনো ভুলেও এমন
দু'জন দুদিকে যাবে,


বুঝিনি আমার হৃদস্পন্দন
আমারই অচেনা হবে।


এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিল ,
হলো স্বার্থের জয়, সেই বাঁধন ছিড়ে গেলো।


সেই বিজয় উল্লাস প্রতিধ্বনিত মূর্ত আর্তনাদে,
আজ বুকের ভেতর,
আমার ক্লান্ত আত্মা শুধু কাঁদে আর কাঁদে ।


আজ  অবহেলা অবসরে কেন লাগসে ভীষণ একা ,
মনে হয় কত হাজার বছর,
তোমার হাতটি হয়নি ছুঁয়ে দেখা।


আমি কতবার আঁকি তোমার ছবি ,
ভঙ্গুর কল্পনাতে।

আজও জলে যাই, আজও পুড়ে যাই
দুচোখের কান্নাতে।


দেখো নীল নীল নীল আকাশের মতো হাহাকার ,
আজও বুকের ভেতর ভাঙ্গছে ভাঙ্গছে
ভেঙে সব চুরমার।


কোনো শত্রূর ও যেন প্রাণের মানুষ এমন দূরে না যায়
কোনো আপন মানুষ কাউকে কখনো যেন বলে নাকো বিদায়।