আমি একদিন ছুটেছি দূর থেকে দূরে আরো দূরে -
খুঁজে খুঁজে পেয়েছি ঐ সোনা মোড়া রদের ঝলক
কিছু সবুজ সোনালী ছায়া ;বকের শুভ্র পলক
শুনেছি আর্ফিয়েসের সূর মায়া কপোতীর সূরে ঘর ঘেঁষানো ও ঘর; যেন কি-বোর্ড ভাসে অদূরে
কামরাঙ্গা গাছে দুলে ঐ সবুজের টিয়ের নোলক
গোধূলির পায়ে বেঁধে এলো আজ সপ্নের দোলক যাই ছুটে আরো দুরে কোন এক আঁকা অচিনপুরে ।
নরম চোখের ভাজে ভাসে গোধূলির আবছায়া ছুটেছি শুনতে বনে মনোহর সারসের গান হেমন্তের ঐ বায়ুর ঘ্রানে ভেসে যায় দূরে প্রাণ শামুকের হাঁটা পথে খুজে ফিরি সবুজের মায়া আমি খুঁজেছিযে কতো ;পেয়েছি স্বাধ হয়নিতো ম্লান
আরো খুজেছিযে কতো সব রয়েছে চির অম্লান ॥
(((ছন্দ: অক্ষরবৃত্ত
মাত্রা: আঠারো
প্যাটার্ন; কখখককখখক কখখককখখ))