সময় শ্রেষ্ঠ সমালোচক
সময় বলে দেয় কে সেবক
আর কে চোষক
সময় চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়
কে প্রতিবাদী আর কে তোষামুদে
সময় উপলব্ধি করায়
কে পকেট ভরে
আর কে জনগণের জন্য লড়ে..
সময় মানুষ চেনায়
এই সময়ই দারুণ ভাবে
ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকা দানব গুলো দেখায়
সময় বলে যায় কে দুর্নীতিপরায়ণ
আর কে করে জাতীর উন্নয়ন
সময় বলে যাচ্ছে তুমি সুবিধাবাদী
আর তুমি মুহুর্তেই ভালোর -
মুখোশ পড়ে হয়ে যাচ্ছো বিপ্লবী
অনবদ্য তোমার অভিনয়
চলমান....