কি কালো যুগ চলে তোমার রেখে যাওয়া পথে!
কেমন আধার ঘনিয়ে আসে রঙিন মুখগুলোতে।
এখন আর অভিনয়ে নেই মন, চিত্ত চঞ্চল,
সম্পদ গড়ি বেঁচে দিয়ে গুণ আর করি ছল।


তাকে ভালোবেসেছিল, ভালোবাসে এখনও
ভালোবাসা যায় সন্ধ্যা ঘনিয়ে এলেও
ছবি, মুখ আর কথামালা জেগে আছে পরতে পরতে
চিরজীবী গুণী তুমি বাণীতে স্মৃতিতে।


তোমায় অভিবাদন হে গুণী,
জন্মেছো এই দেশে, এই দিনে. করেছো ঋণী।