ভালোই হতো
খুব সকালে শিউলী বেলীর গন্ধ পেতাম।
ভালোই হতো
খুব রোদ্দুরে হেড়ে গলায় গান শুনাতাম।
ভালোই হতো
ছোট্ট কাজের বিনিময়ে নিশ্চিন্তে দিন চালাতাম।
ভালোই হতো
বিকাল বেলার মিষ্টি রোদে হারিয়ে যেতাম।
ভালোই হতো
রাত গভীরে সৈকত ধরে দৌড়ে যেতাম।
এমন কিছু থাকতো যদি ভালোই হতো,
তবে দেওয়া নেওয়ার 'না' গুলোকেও নেওয়া যেতো।