একদিন
ভোর হবে, জানালায় টোকা দেবে আলো,
স্মিত হেসে বলে যাবে কেমন আছো, ভালো?


একদিন
বৃষ্টি হবে, ধুয়ে যাওয়া গাছেদের পাতাতে,
মনে হবে ভেজা চুল রেখেছিলে হৃদয়ের খাতাতে।


একদিন
রোদ হবে, দাবদাহ হয়ে যাবে মিষ্টি,
গোধূলির শেষটুকু করে দেবে ঘোরলাগা দৃষ্টি।


একদিন
রাত হবে, এলোপথে আধারে কে যায়,
কিছুই হলো না বলা, এই ভেবে মায়া কাটায়।