দিনের আলো রাতের আধার
মিলেমিশে হয় একাকার।
দিবারাত্রির এই না খেলায়
স্বপ্নগুলো কোথায় হারায়?
চলতে পথে স্রোতের বাকে
দিক ভুলিয়ে পথিক চলে।
লোকের ভীরে মরুর দেশে
মরিচীকা একলা হাসে!
বদ্ধ ঘরের আলমারিতে
স্মৃতিরা সব খেলা করে।
কল্পযোগে আপন মনে
আশার ভেলায় পালকি লাগে।
ভাংগা গড়ার এই ধরাতে
কি জানি হয় কিসের ছলে!
সাতাশ বছর কিম্বা বেশি
আকাশ পানে আলোর রশি।
মন মাঝি কয় কিসের বয়স
দীর্ঘযাত্রার নেই কোন শেষ!!!