প্রতিদিনের সুপ্রভাত
রাতের অন্ধকারে মিলিয়ে হয়ে যায় স্মৃতি
স্মৃতির অতল অন্ধকারে হারিয়ে যায় সুখ দুঃখ
রয়ে যায় একটি জীবনের অসমাপ্ত গল্প।


জীবন জীবনের নিয়মে অবিরত বয়ে চলে
কিছু স্বপ্ন অধরা আকাশের শুক-তারা,
আকাঙ্খার চাদরে মোড়ানো একগুচ্ছ স্বপ্নঘুড়ি
কোন এক বিন্দুতে এসে মিলিত আলোক্গুচ্ছ।


শত আশার ধ্বংস নতুন করে ভাবায়
সাজায় জীবন-ইতিহাসের কিছু নতুন অলংকার
কপালের ধৃষ্টতায় না পাওয়ার যন্ত্রণা
জীবন কে করে অবিনশ্বর ।


ক্রশ মাইল দূরের আলোর ঝলকানি
নতুন করে বাঁচতে শেখায়
অপেক্ষায় বসে থাকা মন
গোনে প্রহর 'একটি শুভ সকালের অপেক্ষায়"।