বাংলার রূপ আমি দেখিয়াছি
গ্রামের পথে ঘাটে ফসল ভরা মাঠে।
বাংলার রূপ আমি দেখিয়াছি
ভোরের শিশির ফোটা রোদ্রের ঝলকানিতে।


বাংলার রূপ আমি দেখিয়াছি
কিষাণীর হাতে কৃষকের তুলে দেওয়া
গোলা ভরা সেই ধানের জলজ্যান্ত হাসিতে।
বাংলার রূপ আমি দেখিয়াছি
সেই শৈশবের কাদামাখা দিনে
হারিয়ে যাওয়া বেলা গুলোতে।


বাংলার রূপ আমি দেখিয়াছি
সেই ছোট্ট কালের হুড়োহুড়ির বেলায়
মাঠে ঘাটে মগ্ন থাকা  খেলায়
কখনো ক্রিকেট কখনো গোল্লা ছুটে
কখনো আবার আম কুড়াতে ব্যস্ত থাকতাম আমরা।


বাংলার এইরূপ সবই এখন অতীত
কোথাও নেই সেই গোল্লাছুটের খেলা
কোথাও নেই সেই শৈশবের বন্ধুত্বের মেলা।।
গ্রাম-গঞ্জের সেই মাঠগুলোর বুকে
এখন তরতাজা সবুজ ঘাসের মেলা...।
কেউ নেই তাদের বুকে পদার্পন করবার
সবাই এখন বন্দী মুঠোফোনের সেই কারিশমায়।।
ইট পাথরের এই শহরে এসে আমি,
বন্দী হলাম আধুনিকতার ছোঁয়ায়...।


___সোহেল আরিয়ান
১৪.০৪.২০২২