এই শহরের প্রতিটা বাসাতে একটা করে বেলকনি চাই;
রুমটা বেশি বড় নয়; তবে মন ভালো রাখার জায়গাটা অনেক!
বেলা শেষে এক চিলতে রোদ এসে ধরা দিবে এই বেলকনিতে।
আর সেটার মধ্যেই লুকায়িত থাকবে কিছু সুখ কিছু হাসি; মন ভালো রাখার কিছু কারণ।

এই শহরের প্রতিটি বাড়ীতে উন্মুক্ত ছাদ চাই;
যখন মানুষ খুব কাছের মানুষের দ্বারা হবে প্রতারিত;
ঠিক তখনি যেন ছাদে বসে  চাঁদের সাথে একাকী কথা বলতে পারে!
আর শত অভিযোগ; নীরব কান্নার সাক্ষী যেন থাকতে পারে ঐ দূর আকাশ।
এই শহরের মানুষগুলো শত-শত মানুষের ভিড়ে থেকেও একাকীত্বের মাঝেই বেঁচে থাকে।


আর এই একাকীত্বের সঙ্গী হিসেবে একটা বেলকনি অথবা একটা উন্মুক্ত ছাদই তাহার হবে বড় সঙ্গী...!
তাই এ-শহরের প্রতিটি বাসায় একটা করে বেলকনি চাই।


Sohel Ahmed Ariyan
24/02/2020