ইচ্ছে ছিল, কোনো এক শিশির ভেজা সকালে
তোমার হাতটি ধরে হাঁটবো শিশির ভেজা ঘাসের মধ্যে।

ইচ্ছে ছিল, রাতের চাঁদটা দু'জন মিলে দেখবো পাশে বসে;
জ্যোৎস্না রাতের আলো মাখবো তোমার গাঁয়ে।

ইচ্ছে ছিল, ব্যস্ত এই শহরে তোমায় নিয়ে স্বপ্ন সাজাবো;
হারাবো নিজকে তোমার ঐ ভালোবাসার শহরে।


ইচ্ছে ছিল, তোমাকে নিয়ে লিখবো হাজারো কবিতা;
কিছু কাব্য হবে একান্তই তোমায় নিয়ে লিখা;


ইচ্ছে ছিল, ইচ্ছেগুলো পূর্ণ করবো দু'জন মিলে;
অথচ, ইচ্ছে গুলোই থেকে গেলো; অপূর্ণতা নিয়ে।।


Sohel Ahmed Ariyan
14/03/2020