তাহার চলে যাওয়াটা যেন না হয় অসুন্দর;
তাহার চলে যাওয়ার মানে বিচ্ছেদ নয়;
প্রকৃতির দ্বারা ছিন্ন  করা এক সম্পর্ক।
তাহার জীবনটাও হোক সুন্দর;
কারন, বেঁচে থাকাটা ক্ষনিকের।


জীবন তো সুন্দর; এবং ক্ষণিকের!
তারপরও আমরা ভুলে যাই জীবনের টানাপোড়েন।
জীবনটা উপভোগ করার; সবকিছু মানিয়ে নেওয়ার।
তাহলেই জীবন সুন্দর ক্ষণিকের মাঝেও।


তার বিদায়টাও আমার কাছে হোক ভালোবাসার;
কারন জীবনটা সুন্দর; ক্ষণিকের।
হয়তো তাহার কাছে আমার জীবনটা অসুন্দর!
তারপরও আমার কাছে বেঁচে থাকাটাই সুন্দর।
যেদিন হঠাৎ বিদায়ের মায়াবী বাঁশি বেজে উঠবে,
সেদিন অজানা গন্তব্যে নিয়ে যাবার জন্য
দরজায় পালকি এসে দাঁড়াবে।


হয়তো বেঁচে থাকাটাই আমাদের কাছে
সবচেয়ে বেশি সুন্দর!
আর অজানা গন্তব্যে আমার চলে যাওয়াটাই
হোক না অন্যের কাছে কষ্টের;
তারাই বুঝুক আমার শূন্যতার মায়া।
কারন, আমার জীবনটা ছিলো সুন্দর;
শত কষ্টের মাঝেও।


__সোহেল আরিয়ান
২৮/১১/২০২১
০৯ঃ০০