কিছু মুহূর্ত ভুলে যাওয়ার নয়;
এই ধরো, কোনো এক বিকেলে
তোমার সাথে বহুদিন পর
দেখা হলো আমার;
তাহার জন্য তোমাকে অপেক্ষায় রাখা;
অতঃপর দেখা, সেই চেনা তুমিটার সাথে।


কিছু মুহূর্ত ভুলে যাওয়ার নয়;
খু্ব কাছ থেকে বহুদিন পর তোমাকে দেখে
একপলকে তাকিয়ে থাকা; আর তোমার
মুচকি হাসিটা উপভোগ করা।


কিছু মুহূর্ত ভুলে যাওয়ার নয়;
যখন তোমার পাশাপাশি পথ চলি,
সাথে যখন তোমার হাতটি ধরে তোমাকে
রাস্তা পার করে দিচ্ছি; আর মানুষগুলো
তাকিয়ে ছিলো।


কিছু মুহূর্ত ভুলে যাওয়ার নয়;
সেই আগের তুমিটা আর আগের মত নেই,
কেমন জানি একটা চিন্তিত ভাবনা কাজ করে
সবসময় তোমার মনের ভিতরে।
বয়সটাই যে হলো এখন চিন্তার!


কিছু মুহূর্ত ভুলে যাওয়ার নয়;
ছোট্ট একটা খোলামেলা পরিবেশে কিছুটা
সময় তোমার পাশে বসে পার করে দেওয়া।
সাথে কিছু স্মৃতি ধরে রাখি নীরবে;
চলছিলো আড্ডাটা এক কাপ কফির সাথে।


কিছু মুহূর্ত ভুলে যাওয়ার নয়;
যখন তোমার যাওয়ার হলো যে সময়,
তখন খুব যতন করে রিক্সায় তুলে
তোমার পাশে বসে তোমাকে পৌঁছে দেওয়া।


কিছু মুহূর্ত ভুলে যাওয়ার নয় ;
এমন স্মৃতিগুলো যে কখনোই আমার সাথে
জড়াতে পারেনি; সুযোগ পায়নি কেউ।
সুযোগ হয়েছে তোমার সাথে,
তাই মুহুর্ত গুলো ভুলে যাওয়ার নয়।


মুহূর্তগুলো আসলেই ভুলে যাওয়ার নয়;
হোক ক্ষনিকের; অথবা এখান থেকেই হোক
দুটি মানুষের পথ চলা।।


__সোহেল আরিয়ান
০৯.০১.২০২২