দরজায় এসেছে..অবহেলা;
আমি সেই ভুক্তভোগী, আমি সেই নিশ্চুপ লোক।
আমি সেই হারিয়ে যাওয়া বিদ্রুপ প্রেমিক।
যার প্রিয় বলতে কিছুই নেই; তাই এখন দূরত্ব!


আমার কাছে এসে ছিলো অবহেলা বহুরূপী হয়ে,
কেন আমাকেই অবহেলার ধূম্রজালে আটকে রাখে!
কেন আমিই মানুষকে আপন করে ভালো থাকি না।
ক্ষমা করো আমায় আমি ভালো নেই;
কারন, আমার ভালো থাকার কারণগুলো ঝাপসা।
আমি ভালো নেই; কারন দরজায় আমার অবহেলা।


আমি মানুষের সাথে মিশে মানুষের দূরত্বে
চলে যাওয়াটাও দেখেছি।
আমি মন উজাড় করে ভালোবাসতে চেয়েছি;
তাকে যে ভালোবাসতে পারিনি।
আমি মায়ার আর অবহেলার ধূম্রজালে আটকে
অবহেলিত হয়ে আছি।


___সোহেল আরিয়ান