আজকে বসন্ত; চারদিকে বাসন্তী সাঁজ; জানো, শুধু আমার মনটাই সাঁজাতে পারিনি।
কারনটা না জানাই থাক!
ছোট্ট এই জীবনে পঁচিশটা বসন্ত চলে গেছে;
তারপরও আমার নেই কোনো বাসন্তী সাঁজ!!


ছোট্টো কালে শুনেছিলাম বড় হলে নাকি বাসন্তী সাঁজে প্রিয়ন্তী থাকবে আমার পাশে!
অথচ, এখনো কি আমি বড় হইনি!?
আচ্ছা, আর কত বড় হবো আমি!
আর কবে বলবো, "তোমাকে ভালোবাসতে আমার ভালো লাগে" প্রিয়ন্তী।


প্রিয়ন্তী, আর কত বড় হলে কোনো এক ভ্যালেন্টাইন্স ডে'তে তোমার সামনে এক গুচ্ছ গোলাপ নিয়ে এসে আমি দাঁড়াবো!
আর বলবো, "তোমাকে ভালোবাসতে আমার ভালো লাগে" প্রিয়ন্তী।


প্রিয়ন্তী, ভালোবাসতে কোনো বসন্ত লাগে নাহ;
লাগে নাহ কোনো ভালোবাসার দিবস!
ভালোবাসতে চাইলে প্রতিটা মুহূর্তেই ভালোবাসা যায়; কারন, প্রতিটা মুহূর্তে "তোমাকে ভালোবাসতেই আমার ভালো লাগবে" প্রিয়ন্তী।


--
Sohel Ahmed Ariyan
14-02-2020