ভালো থেকো; হ্যা, তুমিই ভালো থেকো।
এই ভালো থেকো বাক্যটি শত গল্পের
একটা সুন্দর চাপা কষ্টের পরিসমাপ্তি।
ভালো থেকো বলা মানুষটি ঠিক তখনও
ভালো নেই; ভালো থাকা হয়নি তার,
তারপরও একটাই চাওয়া সে যেন ভালো থাকে,
প্রতিটা ক্ষনে; প্রতিটা মুহূর্তে;দূর বহুদূরে...।


ভালো থেকো বাক্যটা শুনতে খুব সহজ হলেও
নিছক নিস্তব্ধতার মাঝেও তার
চলে যাওয়ার পথটি সহজ করে দেওয়া।
কারন, ভালো থেকো বলা মানুষটিও হতভম্ব।
ভালো থেকো বলা মানুষগুলো যেমন
নীরবে ভালো থাকেনা।
ঠিক, তেমনি ভালো থেকো বলে বিদায় দেওয়া
মানুষগুলোকেও হয়তো প্রকৃতি ক্ষমা করে না।


তারপরও বলতে চাই, ভালো থাকুক তারা;
ভালো থাকবো আমরাও হয়তো সময়ের অপেক্ষা।


___সোহেল আরিয়ান
১৮.১২.২০২১