অপার মহিমা তোমার, তুমি রহমান,
না চাহিতেই শত নিয়ামত, করেছ দান।
তোমারই দয়ার মাঝে, ডুবে সর্বদা,
তোমারই স্মরণে যেন ডুবে, থাকি সদা।
করুণা বিনে তোমার, বাঁচা দুষ্কর,
সর্বশক্তিমান তুমি, সকল ক্ষমতা তোমার।
তুমি ভালোবাসো তাই, বেঁচে আমি গুনাহ্গার,
রিযিকদাতা তুমি, আমি করছি আহার।
আমি বিনে আছে তোমার বান্দা হাজার,
তুমি ছাড়া কেউ নাই, ইলাহ্ আমার।
সৃষ্টি করেছ তুমি, যাবো তোমারই কাছে,
সেদিন আমলনামা যেন, পাই ডান হাতে।
জাহান্নামের আগুন, পারবো না সইতে,
পানাহ্ চাই তা হতে, প্রতি মোনাজাতে।
হাশরের ময়দানে, প্রথম তোমাকে দেখে,
লুটায় যেন সিজদায়, তাওফিক দিও আমাকে।
সেদিন রেখো না আমায়, রিয়াকারীর কাতারে,
লুটায় যেন সিজদায়, মুত্তাকিদের সাথে।
মুসলিম হয়ে আল্লাহ, আমার মৃত্যু রেখো,
ঐসময় ওয়াসওয়াসা হতে, বাঁচিয়ে রেখো।
ঈমানের সঙ্গে মৃত্য, রেখো নসিবে,
জান্নাতুল ফিরদাউস দিও, বিনা হিসেবে।