মন আমার ব্যাকুল সন্ধান খুঁজে ফেরে,
সে ছুটে চলে দূর-দূরান্তে, লোক-লোকান্তে
যেখানে থাকবে না কৃত্রিম মানুষের আনাগোনা।
থাকবে না জোর করে ফুটিয়ে তোলা হাসিমুখ।
থাকবে না অরাজকতা, দুর্নীতি, হানাহানি,
মারামারি, রাহাজানি, রাজনীতির বিষাক্ত ছোবল
দুচোখ পায়না এমন কোন স্থান, অস্থির হয়ে পরে।
মন আমার ব্যাকুল সন্ধান খুঁজে ফেরে।


এই অস্থির মন অশান্তির নাশ চায়,
দুর্নীতির শেষ চায়, দাঙ্গার বিহিত চায়,
বিদ্রোহ করতে সদা প্রস্তুত, অন্যায়ের বিরুদ্ধে।


শোষণের নীলনকশা দেখতে দেখতে ক্লান্ত মন
পরিবর্তন চায়, নতুন কিছু দেখতে চায়।
উন্নয়নের নামে নির্যাতনের যাতনা সহ্য করেছে অনেক,
অগ্রগতির দৃশ্য দেখার জন্য সে আর সামনে দেখে না।
সে চায় মানুষের মাঝে সচেতনতা,
সে চায় এমন সভ্যতা যারা হবে পরস্পর সহযোগী,
সমব্যথিত যন্ত্রণায়, থাকবে একসাথে সুখে-দুঃখে।
সে চায় এক সোচ্চার জাতি।


এ তো নিজেকে লেখা এক চিঠি
অন্য কেউ দেখবে না খুলে কোনদিন,
ব্যাকুল মন আমার ভবঘুরে রয়ে যাবে।