সময়ের পরিক্রমায় মিথ্যে হয়ে যায় কত স্বপ্ন
কত পিছুটান পেছনে ফেলে আসতে হয় সামনে
তবু সময়ের এই আবর্তনে মূল্য নেই তার
দিনশেষে রয়ে যায় কিছু হতাশা আর দীর্ঘশ্বাস
বারবার ফিরে ফিরে দেখা অতীতের স্মৃতি
আর হারিয়ে যাওয়া সন্তর্পনে ভুলের মাঝে


এভাবেই কাঁদিয়ে চলে, ভেঙে যাওয়া স্বপ্ন
নিজের কাঁধটাকে ভারী মনে হয় খুব
কত দায়িত্ব! কত কর্তব্য! সমাধান কী?
মনে হয় পাপে জর্জরিত এই অন্তর
ভিতরে নেই একবিন্দু আলোর ছটা
রাস্তা হারানোর সবেই তো শুরু


এখন দু’চোখ আর কোনো স্বপ্ন দেখে না
মন চায় না এগোতে, করতে নতুন শুরু
পাওয়ার কিছু নেই জেনে গেছে ভালোভাবে
তাই মিছে প্রত্যাশায় আর বাঁধে না বুক
অবশেষের গল্পগুলো না পড়া থেকে যায়
কিভাবে করবে সে নতুন গল্পের শুরু?


আজ স্বপ্নগুলো ব্যর্থ হওয়ার দিনে
প্রার্থনাতেও কোনো জোর নেই
সৃষ্টিকর্তার কাছে চাইবে যে সে, প্রাণখুলে
তাতেও যেন কত সংশয়, কোনো দাবি নেই
আছে শুধু ঘৃনা-আক্রোশ, নিজের প্রতি
প্রার্থনায় খোঁজে শুধু মানসিক প্রশান্তি।