জীবন প্রবাহমান নদী,
যাতে কোনো ঢেউ নেই,
তবু অনুভূত হয় স্রোত।
স্রোতের ঝাপটায় বারবার,
এলোমেলো হয়ে যায়,
সাজানো-গোছানো পরিবেশ।
পরিবেশের প্রতিটি বৃক্ষ,
জীব-জন্তু, আকাশ ও মাটি
সাক্ষ্য দেয় তার উপস্থিতির।
জীবন-নদীর এই ধ্বংসযজ্ঞ
থামানোর জন্য প্রয়োজন
শুধুমাত্র তারই করুণা।
কিন্তু আমি পথহারা পথিক
সময়ের সাথে গা-ভাসিয়ে
বহুদূর এগিয়েছি, ভুলপথে।
আমি জানি তার করুণা
শেষ হয়নি; তিনিও চান
যেন আমি ফিরে আসি নীড়ে।
তাই এই অক্লান্ত পরিশ্রম,
ভুল সিদ্ধান্ত শোধরানোর
চেষ্টা; আমি ফিরবো।
সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে,
বাস্তবতা নামের মরীচিকাকে
বুড়ো-আঙুল দেখিয়ে; আমি ফিরবো।