রাত মানেই নীরবতা নয়,
রাত মানেই নয় শান্তির ঘুম।


রাত মানে,
বিছানায় গা লাগিয়ে সারাদিনকে ফিরে দেখা।
নেওয়া সিদ্ধান্তগুলো ভুল না ঠিক ভেবে দেখা।


রাত মানে,
নিজের জন্য কিছু সময় হাতে পাওয়া।
নিজের ভালোমন্দ গুলো বুঝে নেওয়া।


রাত মানে,
আবার কালকের জন্য প্রস্তুত হওয়া।
মানসম্মত একটা পরিকল্পনা করা।


রাত মানে,
আজ থেকে কাল হবে সুন্দর।
রাত মানে,
জেনে নেওয়া অপেক্ষমাণ প্রভাত।
রাত মানে,
শিক্ষা নেওয়া আজ যা ছিলো বন্ধুর।
রাত মানে,
আরেকটা ঝড় সামলাতে আমি প্রস্তুত।


রাত মানে আমার কাছে এমনই দর্শন।
রাত মানে নয় শান্তি ও নীরবতা পালন।