চেয়েছি খোদার কাছে একটি রাস্তা কষ্ট ভুলে থাকার
কলম আর কাগজ দিয়েছেন হাতে তিনি আমার
কলমের কালিকে অশ্রু করে লিখে ফেলি দুঃখ হাজার
থাকা হয়তো হয়না তবে জায়গা থাকে না অনুশোচনার


বলতে না পারা কথা, লিখে মুছে দেওয়া যায় নিমিষে
ক্ষত জায়গা হয় না পূরণ, সামান্যতা বোঝা যায় সহজে
ফাঁকাস্থান ঠিকই থাকে, নেই-নেই চিন্তা উবে যায় পলকে
পুলকিত হয় না হৃদমাঝার, অশ্রু মিশে যায় অলোকে


শরতের বিকেলে একলা লাগে না আকাশ কথা বলে
বর্ষার বৃষ্টির পর শান্ত বাতাস আর রংধনু সাথে চলে
শীতের কুয়াশা মিশে যায় যেমন উষ্ণ সূর্যের দেখা পেলে
গ্রীষ্মের সূর্য আপন লাগে যদি কলম-কাগজ হাতে মেলে


কষ্টগুলো মেলায় না বাতাসে তবে সহ্যের শক্তি বাড়ে
মেরুদণ্ডের হাড়গুলো কলমের মত সোজা থাকতে পারে
হালকা লাগে কাগজের মত উড়ে যাই বাতাসে ভর করে
মানসিক প্রশান্তি চাওয়া দিনশেষে এতকিছুর পরে।