আমি তোমারই নিয়া'মতের সাগরে ডুবেছি,
সবারই উপরে তোমাকে রেখেছি।
তুমি দয়াময় প্রভু! তোমার করুণা অপার,
তোমার ইচ্ছা বিনে অচল জাহান।
রহিম তুমি, তুমিই রহমান!


গুনাহগার বান্দা আমি খুঁজি কিনারা,
গুনাহর অথৈ সাগরে হারিয়েছি দিশা।
ডুবে আছি তোমার নিয়া'মতের তলে,
কখনো করিনি আদায় শুকরিয়া।
পাপের আজ আমি দেবো কাফফারা।


মালিক তুমি, বিশ্বময় তোমার আধিপত্য,
গুনাহর সাগরে আমি মাঝ বরাবর।
দয়া বিনে তোমার, আমি অচল
অথৈ সাগরে আমি কিনারা বহুদূর।
গাফফার তুমি, তুমিই গফুর!


জানি আমি ক্ষমা চেয়ে দিলে পারি এ-জীবন,
কিঞ্চিৎ পরিমাণও হবে না পূরণ।
অতুলনীয় ক্ষতির এই দিনে,
দুই হাত তোমার পাণে।
আ’লী তুমি, তুমিই কাবিইর!


ক্ষমা ছাড়া কোনো কিছু চাই না আর,
আল-খবীর! তুমি জানো মনের খবর।
আল-ওয়াদুদ! সদয় তুমি বান্দার প্রতি,
পাপের মাঝে, দুহাত তুলে, তোমায় স্মরি।
ক্ষমা করো প্রভু, তুমি তাওওয়াবুর রহিম।