প্রকৃতি কত সুন্দর! তাড়াহুড়ো নেই,
নেই কারো মাঝে বড় হওয়ার প্রতিযোগিতা।
চলছে সে আপন গতিতে, সে চলবে।
প্রতিটি উপাদান বোঝে নিজের দায়িত্ব,
স্বার্থ চিন্তায় নয় তারা ব্যস্ত একটুও।
তাই প্রকৃতি দিতে পারে উপহার,
দৃষ্টিনন্দন চোখ জুড়ানো মনোহর দৃশ্য।


অথচ মানুষ সৃষ্টির সেরা জীব!
ধীরে ধীরে নষ্ট করছি প্রকৃতি, কাটছি বৃক্ষ।
লাগিয়েছি ইমারত তৈরির প্রতিযোগিতা।
সারাদিন ছোটাছুটি ব্যস্ততা,
দিনশেষে প্রকৃতির কাছে মেলে শান্তি।
চলে যায় ক্লান্তি, বসলে গাছের নিচে একদণ্ড।
একবারো করি না আমরা সে চিন্তা!


বড় হতে গিয়ে তাই হারিয়েছি
বিবেকবোধ; প্রকৃতিকে করছি হত্যা।
ওই নদী, ওই সাগর দূষণে ভরা,
পাহাড় কেটে কেটে হচ্ছে রাস্তা।
ব-দ্বীপ বাংলাদেশে ঢের ভালো আছি।
চাই না আমরা উন্নয়নের নামে,
ইমারতে ভরা পশ্চিমা সভ্যতা।