ওই দেখো ভাই গরুর বহর,
ছাগলও নেহাতই কম নয়।
সবুর করিছে, করিবে জবাই
আল্লাহর নামে এক কোপে।
সময় বাকি নেই খুব বেশি,
রাত্রি পেরুলেই কোরবানী।
আল্লাহর তরে সপিবে পশু,
মাঙ্গিবে যাহা চায় মনখানি।
শান্তি মিলিবে মনখানিতে,
করিয়া আল্লাহর তরে উৎসর্গ।
মানিয়া লইবে কেহ কেহ ইহা,
সকল পাপের প্রায়শ্চিত্ত!
আল্লাহরে করিয়া খুশি,
মিলিবে জান্নাত নিঃশর্তে।
মিলিবে না এ-স্বাদ কোথাও,
রইয়াছে যাহা উৎসর্গে।
তবে আমার নিকট সংজ্ঞা ভিন্ন,
আমিও করিব কোরবানী।
ছিনিয়া আনিব নতুন সূর্য,
মনের পশুকে জবাই করিব আমি।