বিধ্বস্ত এই অন্তর,
একের পরে এক আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে
রং বিহীন রক্তও ঝরেছে কয়েক ফোঁটা
সকলের চোখের আড়ালে, মুখ বুঝে সয়েছি সব
বলে না, পুরুষের নাকি কাঁদতে মানা!


জয়ের পথ নেই,
হাজার অনুপ্রেরণা জুগিয়ে লড়াইয়ে নেমেছি
হয়তো আর একটি মাত্র আঘাতের প্রয়োজন ছিলো
তবে আমি নিস্তেজ হয়ে গেছি, ভালো মন্দের বোধ নেই
ব্যর্থতা সঙ্গে নিয়ে ফিরেছি বার বার!


অদূরেই সফলতা,
তবুও যেন ধরা ছোঁয়ার বাহিরে, এখন ক্লান্ত আমি
ইচ্ছার বিরুদ্ধেই ছুটে গেছি বার বার, শুধুই হতাশা
আহত হৃদয় ডুকরে কাঁদতে চেয়েছে আবারো
পারেনি কোনো অজানা কারণে!


অসম্ভব কিছু নেই,
বুঝিয়েছি কত শত বার, বুঝতে পারেনি সে
বার বার আক্ষেপ করেছে, নতুন শুরু করেছে কত বার
তবুও যেন কালো মেঘ পিছু ছাড়ে না তার
হঠাৎ বৃষ্টি হয়ে নামবেই সে!


বৃষ্টিতেই তো স্বস্তি,
বৃষ্টির অপেক্ষাতেই থাকে সে অধীর আগ্রহে
আসলেই নেমে পরে, বৃষ্টির সাথে ভীষণ ভাব তার
সে জানে বৃষ্টি বারণ করবে না কাঁদতে,
লুকাতে হবে না চোখের জল!


এইভাবেই চলছে,
দিনের পর দিন, মাসের পর মাস অবিরামভাবে
কালো মেঘের আভা দেখলেই আনন্দে ভরে যায় মন
এইতো দুঃখ ভোলার সময় এসেছে এখন
এই সমাজে পুরুষের কান্না বারণ!