কে বলেছে তোমায় দেখবে তুমি ভোরের আলো
কোন বিশ্বাসে বলছো কাল ঘুম তোমার ভাঙবে
আবার দেখবে তুমি আকাশের চাঁদ, কে বললো
তোমার কাছে প্রজ্জ্বলিত সকাল ফিরে আসবে


তুমি হতে পারো পরিশ্রমী কর্মঠ কোনো ব্যক্তিত্ব
হয়তো থাকতে পারে তোমার প্রচন্ড সাহস বুকে
সমাজ মাঝে প্রতিষ্ঠিত হয়তো তোমার অস্তিত্ব
প্রতাপশালী তুমি, লড়াই থেমে যায় এক হাঁকে


তবে মনে রেখো সময়ের পরিক্রমা নিষ্ঠুর বড়
যুগে যুগে সে দিয়ে গেছে তার শত শত প্রমাণ
ধীরে ধীরে কীর্তিগুলো ইতিহাসে হয়েছে জড়ো
হারিয়েছে সভ্যতা আদ, ছামুদ অথবা রোমান


তারাও ভেবেছিলো সুন্দর সকাল আসবে ফিরে
ভেবেছিলো সামনে পরে আছে কত মহাকাল
এইতো একটু পরেই ফিরবো সবে আপন নীড়ে
অন্ধকার কাটেনি তাদের ফিরে আসেনি সকাল