কীভাবে বলো হায় হলে তুমি মুসলিম
নামাজের সাথে নেই কোনো পরিচয়
রমজান দেখো চলে যায় ঠিক ঠিক
সেহরীতে দেখিনি ইফতারে দেখা হয়
ঈদগাহে কোনদিন তোমাকে দেখিনি
শপিংয়ে তুমি ঠিকই আগে-আগে রও


এটা-ওটা-সেটা কত তোমার প্রয়োজন
প্রতিবেশীর খবর কখনো না নেওয়া হয়
কনসার্ট আয়োজনে কী দারুণ অবদান
যাকাতের খাতগুলো তোমার জানা নয়
সন্তানের বিয়েতে জমকালো আয়োজন
শুধু বাইতুল্লাহ তাওয়াফে অনীহা হয়


ইলম-আমলের হদিস নেই কোনো
তবুও ঈমানের দাবিখানি করে যায়।