নেই নেই কিছু নেই
কিছুই থাকেনা শেষে
তবু কি তুমি রইবে একা
আমায় ভালবেসে!


বলতে যদি চাও কিছু
আকাশটাকে বল,
ভাবনাগুলো মেলে দিয়ে
মেঘের সাথে চল।


আকাশ বলা মেঘের চলা
সবটাতেই আমি!
তাতেই তুমি ভাবছ
নিঃস্বংগ নও তুমি?


আকাশ বলা মেঘের চলা
আমায় পাওয়া নয়,
এভাবে আকাশও জানেনা
মেঘের পরিচয়!


আমায় যদি জানতে চাও কিছু;
নিঃশর্তে চলে এসো
দুঃখের পিছু পিছু।


তবেই তুমি বুঝবে
কোথায় আমি,
জানবে ভালবাসা
সবার ঊর্ধ্বে - দামি!