আজ সারাদিন অনেক তাড়া, অনেক, অনেক,,,,,
সব করেছি, গাছে পানি দিয়েছি,
যে মেহেদি ডালটা শুকিয়ে গেছে, তাকে ছাঁটাই করেছি,
একটু চা পাতা দিয়েছি তার গোঁড়ায়।
ফাগুন আসছে, পাতা বেরুবার আয়োজন করে দেয়া চাই,,,


তাতে কি?  তুমি ছিলেনা সাথে আজ!
একটা প্রজাপতি এসেছে এই নতুন ঘরে,
বেশ কিছুদিন ধরেই দেখছি, উড়ছে, গায়ে বসছে,,,।
আজ ও কেও একটু পানি ছিটিয়ে দিলাম,
সেখানেও তুমি ছিলে জানো,,!?


আজ অনেক বাজে হলো, কে যেন ফোন করলো,,,
অনেক বাজে হলো,,,,
তারপর সারা দুপুর কি থমকে ছিল!
না সময় গড়িয়েছি, আর তোমায় বলেছি,,,'
ঠিক করিনি আমি, একদম ঠিক ছিল না,
তোমার ইচ্ছের সীমা ছাড়িয়ে,,,
আর কারো কথা শুনতে চেয়ে ঠিক করিনি।


দেখো, এখানেও তুমি ছিলে,,, এই যে এখন;
কাপড়ে কাপড়ে ভরে ফেলছি,, ওয়ারড্রপ, আলমারি …সব,,,
তার মাঝেও শূন্য মনে তোমায় ভরে আছি,,,।
তুমি ছাড়া কি আমি থাকি কখনও!
হয়তো তুমিও নও।
হয়তো আমাদের মতো কেউ কেউ...,
একা, একটা তুমি ছাড়া থাকতেই পারেনা!