হৈ হৈ রৈ রৈ আসিতেছে ঈদ নতুন খুশির সাথে,
দলে দলে সবে ফিরিছে ঘরে, মিলিবে একসাথে।


মা জননী দাড়িয়ে রয়েছে, সদর দরজার কাছে,
দুরু দুরু বুকে পড়িছে দোয়া, এই বুঝি খোকা আসে।


বাবা বসে আছে চায়ের দোকানে, চেয়ে রাস্তার পাণে
আসিবে কখন ডাকিবে, "বাবা" খোদাই শুধু জানে।


ছোট ভাইটার খেলায় নেই মন, করেছিল সে দাবি,
এইবার ঈদে দিতে হবে তাকে, নতুন এক পাঞ্জাবি


জানালা দিয়ে চেয়ে আছে বোন, চেয়েছে নূতন শাড়ী
নইলে আমি এইবার দেব ভায়ের সাথে আড়ি।


বন্ধুরা সব চেয়ে আছে পথে, খোঁজ নেয় ক্ষণে ক্ষণে,
তুই ছাড়া যে আমাদের এই আড্ডাটা না জমে।


ছলছল চোখে চেয়ে আছে প্রিয়া, বাঁশ বাগানের বনে
তাকে নিয়ে উড়ে ইচ্ছে ঘুড়ি, স্বপ্ন মনে মনে।


বলেছিল সে করবে দেখা, "যখন আসবে বাড়ি"
আরো বলেছিল পরাবে এসে, "নব বধূর লাল শাড়ি"