যদি বৃষ্টি হতাম,
তোমায় ভিজিয়ে দিতাম
বৃষ্টির ছলে বৃষ্টির জলে অংগে তোমার জড়িয়ে যেতাম।


যদি বৃষ্টি হতাম
তোমার দেহের খাঁজে খাঁজে
বৃষ্টি ফোটায় ভরিয়ে দিয়ে
আমার উজান পারের নৌকাখানি
সেই নদীতে ভাসিয়ে দিতাম।


যদি বৃষ্টি হতাম
বারিষও ধারার নিঝুমও দিনে
আবেগি মন হারিয়ে গিয়ে
সকল বিষাদ দূর সরিয়ে
তোমার মাঝেই ছড়িয়ে যেতাম।


যদি বৃষ্টি হতাম
বৃষ্টি ভেজা বস্ত্র হয়ে
তোমায় আমি জড়িয়ে যেতাম,
রিনিঝিনি শব্দ করে
রাঙা দুটি পা জড়িয়ে
তোমার পায়ের নূপুর হতাম।


যদি বৃষ্টি হতাম
তোমার ভেজা চুলের ডগার
একটি ফোটা মুক্তা হতাম।
মুক্তোয় গড়া মুকুট হয়ে
তোমার পানে আলো দিতাম।


যদি বৃষ্টি হতাম
তোমার অশ্রুমাখা অশ্রুসজল
বৃষ্টির ফোটায় লুকিয়ে দিতাম
মনের মাঝে লুকিয়ে রাখা
তোমার কষ্টগুলি ধুয়ে দিতাম।


যদি বৃষ্টি হতাম
দূর পাহাড়ের ঝর্ণা হয়ে
তোমার বুকে পারি দিতাম,
তোমার কামনাসক্ত মরুভূমিটা
বৃষ্টির জলে ভাসিয়ে দিতাম ।।