তোমার হৃদয়টাকে আকাশ ভেবে, চাইলাম হতে ছোট্ট তারা,
হাজার তারার ভিড়ের মাঝে, দিলে না যে একটু সাড়া,
ফিরিয়ে দিলে তুচ্ছ করে, হলেম আমি দিশেহারা,
ভালবাসার মূল্য কিসে,  এই জীবনে তুমি ছাড়া।


এখন আমি শূন্যে ভাসি, শূন্য খুজি, শূন্য পুষি হৃদয়টাতে,
বিশ্ব আমায় মজনু বলে, লাইলি ছাড়া জীবনটাকে।
বিশ্ব জুড়ে  নিঃশ্বাস ছাড়া, মানুষ বল কয়দিন বাঁচে?
বাঁচতে আমি চেয়েছিলাম, তোমার বুকের হৃদয় মাঝে।


এখন আমি সুরার মাঝে, তোমায় দেখি, তোমায় খুজি,
নেশার ঘোরে স্বপ্ন মাঝে, এই মনে হয় এলেই বুঝি,
সত্যি করে নাইবা এলে, সেই কথাটা আমিও বুঝি,
মিথ্যের ছলে বললে না হয়, "আমিও তোমায় হারিয়ে খুজি"


যদি, একদিন তোমার সব নিভে যায়,  মিথ্যে তারার বাঁধ,
যদি, উপর থেকে সব সরে যায়, ঠুনকো গড়া ছাদ,
যদি, তুমিও সেদিন হারিয়ে ফেল, বেঁচে থাকার সাধ,
তবে, ফিরলে তোমায় রাখব আমি, "বানিয়ে আমার চাঁদ"