যেদিন ষোল পেরিয়ে যাওয়া মেয়েটি
ঘরের ত্রিসীমানা পেরিয়ে  
অভিষপ্ত প্রেমের আশায়
পা রাখে অন্ধগলিতে,
সেদিন অন্ধগলিটিও তার জন্য
খুলে দেয় এক কামুক প্রাসাদের দরজা।


ভালোবাসার নামে
তার নিষ্পাপ দেহের ক্যানভাসেও
আঁকা হয় নিষিদ্ধ প্রেমের তৈলচিত্র,


অভিশপ্ত জোছনার রূপালি আলোয়
শতরূপা যৌবনে চির ভাস্বর
হয়ে উঠে সেদিনকার ছোট্ট খুকিটি।


বাবা মাকে ছাড়তে হবে বলে
যার চোখে মুহুর্তেই জল চলে আসতো
সেও একসময় ভুলে যায় বাড়ির দরজা,
ভুলে যায় বাবা মা নামক প্রিয় মুখগুলো।


অতঃপর,
অন্ধপ্রেমে মত্ত হয়ে প্রতিদিনকার
লক্ষ কোটি ফুলের মতো
পৃথিবীর বুক থেকে হারিয়ে যায়
আরেকটি সদ্য ফুটে উঠা ফুল।