আমার বাবাও মুক্তিযোদ্ধা ছিলেন
আজ বাবার কবর খুঁড়েও
পড়ে থাকা দেহটি খুবলে খাচ্ছে
কিছু রাষ্ট্রীয় শকুন,


একবুক স্বপ্ন নিয়ে যে বোনটি
দাঁড়িয়ে থাকতো স্বপ্নিল বারান্দায়,
আজ তার ভারে ভারি হয়ে আছে
বোবা সিলিং ফ্যানটি,
সেও আজ আমার মতো কিছুই দেখেনি,


শোকাতুর জননী অজ্ঞান হয়ে
পড়ে আছে মাটিতে,
তাদের দিকে ফিরে তাকাবার
সে সময়টুকু আর নেই,


আমি এখন রাষ্ট্রীয় চাটুকার,
এক মুঠো খাবার পেলে
এক ঘটি জল পেলে
নেমে পড়ি চাটুকারিতায়।


রাষ্ট্রের নিন্দা যে করার সে করুক,
রাষ্ট্র অবমাননার দায়ে হিমঘরে
জমা দিব আমার এ শরীর
সে সাহস আজ আর আমার নেই
তাইতো সকল প্রতিবাদ ভুলে গিয়ে
আমিও গেয়ে যায় রাষ্ট্রীয় জয়গান।