আমি খর‌স্রোতা নদী হব,
দুঃখ-কষ্ট যত ভা‌সি‌য়ে দিও আমার জ‌লে।
আমি উর্বর মা‌টি হব,
কলংক-গ্রা‌নি যত চাপা দিও আমার ত‌লে।
আমি দূর পাহাড় হব,
হাক ছা‌ড়ি‌লে শুন‌তে পা‌বে প্রতিধ্বনি আপন কা‌নে ।
আমি দেয়াল আয়না হব,
খুঁ‌জে পা‌বে তোমার তু‌মি তা‌কি‌য়ে আমার পা‌নে ।
আমি দ‌ক্ষিণা সমীরণ হব,
প্রাতঃস্না‌নের ভেজা চুল ছা‌ড়ি‌য়ে দিও আমার বা‌য়ে।
আমি ভো‌রের শি‌শির হব; বিহান বেলা স্পর্শ নিও নগ্ন পা‌য়ে।
আমি প্রে‌মিক হব,
নদী , মা‌টি, পাহাড় সব, সব পা‌বে আমার বু‌কে।
আমি প্রে‌মিক হব,
আগ‌লে রাখব ‌অনন্তকাল সু‌খে-দুঃ‌খে।