শয়নে স্বপনে দেখি তোমায়, ভাবি ক্ষণে ক্ষণে
নও তুমি আমার জানি তবু সান্ত্বনা মনে।
আকুল হৃদয় ব্যকুল হলো, মর্মে বিষাদ ধ্বনি
তোমা বিনে সখা নিষ্প্রাণ দশা, ছিলে সঞ্জীবনী


অন্বেষা চিত্ত করে শোকানৃত্য, মলিন বদন খানি
সুখ জাগানিয়া স্মৃতি জাগে নিতি, কান্দে হিয়া দিবস-রজনী।


অন্তর্জ্বালায় দগ্ধ হিয়া বাঁচার নেই যে সাধ
শেষ বিদায়ের আগেও আমার তোমায় দেখার আশ।
দিতে রাজি হার জনমের প্রাপ্তি যা সবি
থাকতে পারি যদি তোমার সাথে এক মুহূর্ত বেশি।