আমার কবিতার ভাষা হারিয়ে গেছে,
পাইনা খুঁজে ছন্দ।
অনুভূতির দেয়ালে জং ধরেছে,
ভাবনায় দারুণ দ্বন্দ্ব।


শুকিয়ে গেছে আবেগের প্রস্রবণ,
রন্ধ্র হয়েছে বন্ধ।
ঝেড়ে ফেলেছি অবিশ্বাসের বোঝা,
নির্ভার দুই স্কন্ধ।


কল্পলোকের সে বিস্তীর্ণ প্রান্তর,
শুধু ভরা খানাখন্দ।
স্মৃতিরখাতা হাতরে মরি হায় !
বেলাশেষে নিরানন্দ।


হৃদয়-যমিনে একদা বুনেছিনু স্বপ্নের বীজ,
গজায়নি তায় কন্দ।
মাটি খুঁড়ে পাই শুধু এখন,
হৃদয় পোড়া গন্ধ ।