অবলীলায় সয়েছি সব অবহেলা, সবি কি নিছক খেলা?
তবে ভাঙ্গুক এ মিথ্যার বেড়া,
ভাসুক সব গঙ্গার জলে।
যদি সবি হয় মিছে, তাকাবোনা পিছে,
ভুলবোনা মরীচিকার ছলে।


ছেড়ে দিয়েছি হাল, উড়াও তোমার পাল,
যেথা খুশি যাও চলে।
রাখবোনা বেঁধে, খুঁজবোনা সেধে,
পোড়ে পুড়ুক মন শোকানলে।


জানি, দিতে হবে চড়া দাম, জপেছি ভুল নাম!
সাধ ও সাধ্যের অন্তরালে।
তবু বেহায়া মন বোঝেনা কিছু, ছুটে পিছুপিছু,
যার মন জ্বালেনা স্বপন মর্মজালে।


মনের পিয়াস মনেই থাক, ভাবনারা মুক্তি পাক,
আবেগগুলো চাপা পড়ুক
রঙিন মখমলের তলে।


ছিনালী যার রক্তে, বদলে সে প্রতি অক্তে,
হেসেখেলে চেপে ধরে গলে!
সাধ্যি আছে কার?, তাকে বেঁধে রাখার,
যার মন টলে পলে পলে।