কাব্যদেবী
তুমি আমার কাব্যের দেবী,
তোমায় নিয়ে যা লিখি হয়ে যায় কবিতা ;
তুমি আমার শ্লোকের চেতন
আমার কাব্য ছন্দের সবিতা ।


তুমি শব্দ চয়নে অভিধান,
আমার ভাবনার খনি;
তুমি পদবিন্যাসে আসত্তি,
বাক্যে অনুকার ধ্বনি।


তুমি ব্যাকরণে শুদ্ধি শতভাগ
যেন সমতুল্য পাণিনি;
তুমি বাক্যগড়নে অলংকার,
কাব্যগীতির রাগিনী


তুমি পংক্তির আবেগ,
অর্থালংকারের উপমা;
তুমি মিত্রাক্ষর ছন্দে সনেটের অষ্টক,
ধ্বনিতত্ত্বে সুষমা।


তুমি চৌদ্দ হরফে লিখিত পয়ার,
মহাকাব্যে অনুপ্রাস রীতি;
তুমি অর্থের গভীরে রুপকার্থ
ভাবের ব্যাজস্তুতি।