সঙ্গে আছি সঙ্গে রব, তোমার ছায়া সঙ্গি হব।
তোমার প্রেমে জঙ্গি হব, হৃদয়-জেলে বন্দী হব।
প্রাংশু নাকের ফুল হব, তোমার কানের দুল হব।
দীঘল কালো চুল হব, খোপায় গোঁজা ফুল হব।


তোমার শাড়ির আঁচল হব, ডাগর চোখে কাজল হব।
প্রাতঃস্নানের জল হব, তাগড় পায়ে মল হব।
চিবুকের তিল হব, তোমার ঠোটের নীল হব।
সঙ্গে আছি সঙ্গে রব, তোমার ছায়া সঙ্গি হব।


কোমরের কটিবন্ধ হব, গানের সুর-ছন্দ হব।
কপালের টিপ হব, আঁধারে দীপ হব।
ঐ গলার হার হব, প্রেম যমুনার পাড় হব।
সঙ্গে আছি সঙ্গে রব, তোমার ছায়া সঙ্গি হব।
.