ভাঙনের ঢেউ
___________
সৈকত রায়হান
##########
ডুবে থাকতে হয় ইশারায় ; তাই
মজে আছি সফেদ শুভ্রতায় -
অযাচিত শব্দের নির্ঘুম কোলাহল
ছুঁড়ে ফেলে শব্দহীন নৈ:শব্দে ...


নদীর সিঁথানে মাথা রেখে শুনি
আচম্বিত ঝরা বকুলের নীরব কান্না ,
হৃদগহীনে বয়ে যায় ভাঙনের ঢেউ ।
এখন ভাটির টান ইশারায়
কেবলই ডাক পাঠায় ...


চারদিকে রেনি চাই - নিধুয়া পাথার ।