ও কি মেয়ে! তুমি ভাবছো কি ?
আমি তোমায় প্রেম নিবেদন করব !

না না।
এই অলস দিনের অলস সময়,
তোমার জন্য নয়।

ও কি মেয়ে! তুমি এত ভাবছো কি ?
সব প্রশ্নের উত্তরই পাব যদি,
তবে আর রইল বাকি কি ?